শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুধিজনদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে জেলা প্রশাসক সাহেলা আক্তার মতবিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইফতেখার ইউনুস। সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম. শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লা তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, সাংবাদিক রেজাউল করিম বকুল।