উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং শেরপুর জেলা তথ্য অফিস।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কুরুয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং করে শেরপুর জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিং শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে অংশ গ্রহণ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিনা।
সহকারি তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।