সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টি শ্রীবরদী শাখা’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা জাপা’র দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি এটিএম রায়হান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাপা’র সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন। উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সেকান্দর আলী কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা।
প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী জাতীয় পার্টির নেতা প্রকৌশলী ইকবাল আহসান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, বিশিষ্ট শিক্ষানুরাগী ইন্তেজ আলী মন্ডল ফুলু, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের জাতীয় পার্টি সমর্থিত ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, স্থানীয় জাপা নেতা আব্দুল ওহাব সোহেল, মোশারফ হোসেন, সমাজ কর্মী সরোয়ার হোসেন ও ঝিনাইগাতী উপজেলা জাপার সভাপতি হাবিবুর রহমান মাস্টার প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রীবরদী উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন, তাতিহাটি ইউনিয়ণ আ’লীগের সভাপতি এডভোকেট মঞ্জুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম. ওবাইদুর রহমান খায়ের মুন্সী। এসময় কয়েক শতাধিক নেতা-কর্মী ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।