“নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ স্লোগানে শ্রীবরদীতে শুক্রবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, চাউল কল মালিক নেতৃবৃন্দ্ব, আ’লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ্ব।
র্যালি শেষে জামতলা চত্বরে ইউএনও সেঁজুতি ধর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন বনিজ প্রমূখ।