যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, বাংলাদেশ দুতাবাসে হামলাকারি ও সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবীতে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগ সোমবার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ শেষে শহীদ মিনার চত্বরে ছাত্রলীগ সভাপতি মেরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, ছাত্রলীগ সাধারন সম্পাদক জিয়াউল হক জেনারেল ও ছাত্রনেতা আহসান হাবিব শাকিল প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।