শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নজিবুদৌল্লা ভোটারদের সাথে মত বিনিময় করেছেন।
শুক্রবার বিকালে গড়খোলা বাজার ও আশ-পাশের গ্রামের সাধারন ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময় শেষে গড়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোময়ন প্রত্যাশী ও কৃষকলীগের সভাপতি নজিবুদৌল্লা।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। আমি আশা করি বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দিবে। নির্বাচনে আমি আপনাদের দোয়ায় বিপুল ভোটে নির্বাচিত হবো এবং কাকিলাকুড়া ইউনিয়নকে মদ. জুয়া, সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত করবো। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের আহবায়ক শহিদুল্লাহ, আ”লীগ নেতা সাত্তার, রোপন, কৃষকলীগ নেতা সাদা মিয়া, শ্রমিকলীগ সাধারন সম্পাদক হাফিজুর রহমান ফুটা প্রমূখ।