শ্রীবরদীতে সোমবার গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। এ উপলক্ষে গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি এস আলম, কৃষক লীগের শেরপুর জেলা শাখার আহবায়ক আব্দুল কাদের, আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ। এসময় আ’লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও প্রায় ২ সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।