শ্রীবরদীতে রিক্তা পারভিন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রানিশিমুল ইউনিয়নের চিথলিয়া গ্রামে মৃতের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মৃত রিক্তা পারভিন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আফছার আলীর মেয়ে। রহস্যজনক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের সুজন মিয়ার সাথে তার স্ত্রী রিক্তা পারভিনের পারিবারিক দ্ব›দ্ব চলছিল। শুক্রবার বিকালে স্বামীর সাথে তার কথা কাটাকাটি হয়। রাতে রহস্যজনকভাবে তার বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় রিক্তা পারভিনের লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এস আই এমদাদুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে এ ঘটনার তদন্ত চলছে।