শেরপুরের শ্রীবরদীতে সাবিনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার শংকরঘোষ গ্রামে স্বামী শামিম মিয়ার বড় ভাই শাহিন মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাবিনা শেরপুর সদর উপজেলার কসবা কালিপাড়া গ্রামের সালামত মিয়ার মেয়ে। পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে সাবিনা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন।
সুত্রে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে জেলার শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামের শামীম মিয়ার সঙ্গে বিয়ে হয় সাবিনার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার রাতে সাবিনার স্বামী শামিম মিয়া তাকে মারপিট করে। এরপর অভিমান করে সাবিনা তার স্বামীর বড় ভাই শাহীন মিয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, একইসাথে এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।