শেরপুরের শ্রীবরদীতে শারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া মন্ডলপাড়া গ্রামের আক্রাম হোসেনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার (১ সেপ্টেম্বর) রাতে স্বামীর বসত ঘরে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিহত শারমিনা তার স্বামী ও দুই সন্তানকে রাতের খাবার খাওয়ানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
পরে স্বামী আক্রাম হোসেন পাশের গ্রাম পুরান শ্রীবরদী তার শ্বশুড় বাড়িতে খবর দিতে যায়। পরে শশুড় বাড়ি থেকে ফিরে এসে আক্রাম হোসেন দেখে তার স্ত্রী ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলতেছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।