শেরপুরের শ্রীবরদীতে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) রাত পোনে ১২ টার
দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীবরদী থানা পুলিশ ১ কেঁজি গাঁজা ও ৩৪ পিস ইয়াবাসহ তাদের আটক করেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন শগুনা গ্রামের শাহজাহান ওরফে সাজু (২৮), ডাকরাপাড়া গ্রামের রফিকুল (২৫) ও পোরাগড় গ্রামের ফুলু মিয়া (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের শগুনা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহজাহান ওরফে সাজুকে তার বাড়ি থেকে ১ কেঁজি গাঁজাসহ ক্রেতা ডাকরাপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে রফিকুলকে হাতেনাতে আটক করে। অপরদিকে একইদিন রাতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে পোরাগড় মহল্লার আব্দুল আজিজের ছেলে ফুলু মিয়াকে ৩৪ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়াও সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী পোরাগড় গ্রামের ফজল মিয়ার ছেলে মনোয়ার হোসেন মনুকে আটক করে থানা পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, আটক তিন মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার (১৮অক্টোবর) দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।