শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুজ্জামান, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষর্থী জান্নাত। এসময় ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।