দেশ ব্যাপি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধীদের মাঝে বিএনপি’র ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শেরপুরের শ্রীবরদীতে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক এমপি ও শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল।
বুধবার সকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ ও তাতিহাটি লাইট ওয়ে একাডেমি স্কুল মাঠে উপজেলা বিএনপি, যুবদল, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের সহায়তায় শ্রীবরদী পৌরসভার ৫ শত অসহায় গরীব পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, মুড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রোকন, উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম- আহবায়ক সোহানুর রহমান সোহান, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব আনিসুজ্জামান খোকন, কৃষক দলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, যুবদলের আহবায়ক আবু রায়হান মোহা: আল-বেরুনী, সদস্য সচিব এখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক জোবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, শহর ছাত্রদলের আহবায়ক রাফি ও সদস্য সচিব জাকির হোসেন প্রমূখ।