মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনায় ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন চত্বরে রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আদি বাসিদের আর্থ সামাজিক উন্নয়নের সরকারের বিভিন্ন পরিকল্পনা তোলে ধরেন। ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যার প্রাঞ্জল এম সাংমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোচন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও খালেদা নাছরিন, জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্রাচার্য, আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জেলা পরিষদ সদস্য আবু জাফর, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, পুর্ণ কুমার কোচ ও ডায়না মৃ প্রমূখ। আলোচনা শেষে সোলার প্যানেল, নলকুপ, শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সকালে কাকিলাকুড়া ও সিংগাবরুনা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাল বিতরণ করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক এমপি। এসময় তিনি কাকিলাকুড়া ইউনিয়নে ভিক্ষুক পুর্নবাসনের আওতায়া ৫ জন ভিক্ষুকের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।