শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬টি পরিবার ও ১২ জন শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয়ে প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯২ হাজার টাকার এককালীন অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো কামরুজ্জামান, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা, সিঙ্গাবরনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।