বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার বিকালে ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিনের সভাপতিত্বে ও এসএপিপিও জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, প্রেসক্লাব শ্রীবরদী’র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী।
অনুষ্ঠানে ব্যক্তিগত পর্যায়ে কৃষি ও নার্সারীর মালিকদের মধ্যে মোঃ কামরুজ্জামান আবু, মোঃ হেলাল উদ্দিন,আব্দুল সোবহান, পলাশ, আরমান, সোলাইমান, আজিজুর রহমান, সাখাওয়াত, সামিউল, মজিনা বেগম, ইউসুফ আলী, রাশেদ সহ ৩০ জনকে ১ম ও ২য় পুরস্কারে পুরস্কৃত করা হয়।