উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমুল্য এবং শাক-সব্জী সংরক্ষণে ইউনিয়ন পর্যায়ে হিমাগার স্থাপনের দাবী করেছেন কৃষকরা। সেইসাথে কৃষি ভর্তুকি এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কৃষিকার্ড চালুরও দাবী জানানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত কৃষক মেলায় এমন দাবী তুলে ধরেন মেলায় আগত কৃষকরা। শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান প্রধান অতিথি হিসেবে কৃষক মেলার উদ্বোধন করেন।
মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বটতলা এলাকা প্রদক্ষিণ করে। পরে মেলা চত্বরে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সমষ্টি পরিচালক মীর সাহিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাসান শহীদ, উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশন সভাপতি মো. ইন্তাজ আলী প্রমুখ। এসময় কৃষি সচেতনতামুলক ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মেলায় স্থাপিত ৮টি স্টলে স্থানীয় কৃষি বিভাগ, কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশন এবং কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলাদি, বীজ ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। বিকেলে ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ী ও সেরা স্টল নির্বাচন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার সহ সকল স্টল স্থাপনকারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ক্ষমতায়ন বা ‘এমপাওয়ারিং স্মলহোল্ডার টু স্ট্রেংদেন ডেমোক্রেটিক লোকাল গর্ভান্যান্স’ প্রকল্পের আওতায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষিভর্তুকি এবং সহায়তা নিশ্চিতকরণে প্রচারাভিযান কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস এ কৃষক মেলার আয়োজন করে।