করোনা ভাইরাসজনিত কারণে দেশের এই ক্রান্তিলগ্নে কৃষকদের ধান ঘরে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ শেরপুরের শ্রীবরদীতে এক গরীব কৃষকের ধান কেটে দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের দরিদ্র কৃষক জয়নাল আবদীনের ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ আহবায়ক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেল, সদস্য মনিরুজ্জামান রুমান, হাসানুজ্জামান, পৌর ছাত্রলীগ ও গোশাইপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ সকল নেতৃবৃন্দ।