শ্রীবরদীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১ শত জন কৃষকের মাঝে প্রণোদনা হিসাবে খরিপ-২/২০১৭-১৮ মৌসুমে বারি মাসকলাই-৩ ও রাসায়নিক সার বিতরণ করেছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বারি মাসকলাই, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর মাঠ চত্বরে ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।
কৃষি অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ্ এফ.এম মোবারক আলী, পৌর মেয়র আবু সাঈদ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও হামিদুর রহমান।