শ্রীবরদীতে তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রকল্যাণ (ছাকস) এর উদ্যোগে শনিবার পিইসি, জেএসসি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও ¯œাতক ডিগ্্রীধারিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে তাতিহাটি মোড়ে জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীবরদী পৌর কাউন্সিলর আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
ছাত্রকল্যাণ সংসদ ও লাইট ওয়ে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন তাতিহাটি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমূখ।
এসময় ৮০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।