শেরপুরের শ্রীবরদীতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৮ শত অসহায় পরিবারের বাড়িতে ত্রান পৌঁছে দিলেন রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। শনিবার বিকালে রাণীশিমুল ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্যদের নিকট চাল, আলু ও সেমাই হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।
চেয়ারম্যান ইউপি সদস্যদের বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে ইমাম, মোয়াজ্জেম, খাদেম, দর্জি, জেলে, কাঠুরিয়া, বিধবা ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে এসকল ত্রান পৌঁছে দিবেন।
এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, সকল ইউপি সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।