কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি, যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে “দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ শেরপুর জেলা শাখা। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ইউনিসেফ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে শ্রীবরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ মিটিং অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের শেরপুর জেলার সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার।
হাঙ্গার প্রজেক্টের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার সাঈদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কোবরা।
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
বক্তারা বলেন, সমাজের একটি শ্রেণির মানুষ এখনো কুসংস্কারে ডুবে আছে। অনেকে আবার এসব আমলেই নিচ্ছে না। এমন মানুষদেরকে কুসংস্কার এবং অবাস্তব ধারণা থেকে বের করে আনতে হবে। তাদেরকে এর থেকে বের করে আনতে পারলে টিকা নেওয়ার সংখ্যা অনেকটা বেড়ে যাবে। তখন আমরা অনেকটা সুরক্ষিত থাকবো। করোনার সংক্রমন কমে যাওয়ায় অনেকে টিকা নেওয়ার কথা আমলে নিচ্ছে না। কিন্তু ইতোমধ্যে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত। পাশাপাশি আমাদের কমিউনিটির সবাইকে টিকা নিতে উৎসাহিত করতে হবে।