শেরপুরের শ্রীবরদীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহীদুল ইসলাম। জেলা সহকারি তথ্য অফিসার ইব্রাহীম মোল্লা সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও সাংবাদিক রেজাউল করিম বকুল। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ