শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ৮আগস্ট মঙ্গলবার দুপুরে শ্রীবরদী থানার উদ্যোগে থানা কমাপাউন্ডে ওই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার রফিকুল হাসান গনি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর প্রতীক “বার” কমান্ডার জহুরুল হক মুন্সী, জেলা পরিষদের সদস্য জাফর উল্লাহ, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোয়েব আলী প্রমূখ। সভায় কমিউনিটি পুলিশ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাদক, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রয়োজন গণসচেতনতা। সমাজের সচেতন মানুষরাই পারে একটি সমাজকে সুন্দর করে গড়ে তুলতে। পুলিশ মাদক ও বাল্য বিয়ে মুক্ত করে সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ মেজাজ দেখানোর জন্যে নয়, পুলিশ জনগণের বন্ধু। এ পেশায় জন সেবা করা অনেক সুযোগ রয়েছে। তিনি শ্রীবরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলারও আহবান জানান।