জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতি সংঘের ইউনেস্কোর “মেমোরী অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে স্বীকৃতি লাভ করায় শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয় চত্বরে যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল-আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, হামিদুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব জাকির হোসেন
কেকের চর আ’লীগ সাধারন সম্পাদক বদরুজ্জামান সবুজ, গড়জরিপা ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশা, কুড়িকাহনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ হাবিব, হাবিবুর রহমান আরজু, জিয়াউর রহমান মানিক, হামিদুর রহমান, সাইফুল ইসলাম, রাশেদুল হক ববি, শরিফ, মফিজল হক সবুজ, ছাত্রনেতা সুজন রেজা, যুবলীগ নেতা ইউসুফ আলী, রিপন প্রমূখ।