শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান,উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কেকের চর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, তাতীহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল ও প্রেস ক্লাব শ্রীবরদীর সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।