শেরপুরের শ্রীবরদী উপজেলায় আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চলমান এসএসসি পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে (রোল নং ২০১৫১৪) বহিষ্কার করা হয়েছে।
সে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে ভেন্যু কেন্দ্র শ্রীবরদী এপিপিআই’র বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষার্থী ছিল।
কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন এবং কেন্দ্রের সহকারী সচিব ও ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিউল ইসলাম এর সত্যতা স্বীকার করেন।