আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ালীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজানুর রহমান রাজা মিয়া (২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে শ্রীবরদী পৌর শহরে জনসংযোগ করেছেন। জনসংযোগ কালে তার সাথে ছিলেন তার সহধর্মিনীসহ উপজেলার বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মী ও সমর্থক। এসময় তিনি পৌর শহরের সাধারন মানুষ ও দোকান মালিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবত দলের সাথে সম্পৃক্ত আছি। আপনাদের দোয়ায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে এ আসনে এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ।
শেরপুর টাইমস/ বা.স