শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজিৎ হলরুমে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান, এসআই আনোয়ার হোসেন, শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র বিংস প্রজেক্টের উপজেলা সমন্বয়কারি সুজিত চিসিম, সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সের শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের প্রতিটি শিশুকে বছরে দুইবার একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।