শেরপুরের শ্রীবরদীতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম ত্রান বিতরণ করেছেন। শনিবার সকালে উপজেলার সিংগাবরুনা, রাণীশিমুল, কাকিলাকুড়া ও তাতিহাটি ইউনিয়নের ঈমাম, মোয়াজ্জেম, খাদেম ও ভিক্ষুকসহ ১ শত ৬০ জন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সেমাই ও চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদরানা, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিককৃন্দ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।