শ্রীবরদীতে সরকারি উডলট বন বাগানের বৃক্ষ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকালে বালিজুরি রেঞ্জের মালাকোচা বিটের ঝুলগাঁও গ্রামের শাজাহানের বাড়ির পাশের বাগান থেকে ৫টি বৃক্ষ জব্দ করা হয়।
মালাকোচা বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঝুলগাঁও গ্রামে প্রায় বাড়ির পাশেই রয়েছে উডলট বাগান। এসব বাগানের মধ্যে কিছু বাগান স্থানীয় বাসিন্দারা সৃজন করেছে। সৃজনকৃত বাগান কর্তনের সময় বিট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। মঙ্গলবার শাজাহান মিয়া অনুমতি না নিয়ে তার সৃজনকৃত বাগানের ৫টি গামার গাছ কর্তন করে। এ সংবাদ কর্ণঝোরা বিট কর্মকর্তা আমিনুল ইসলামকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বৃক্ষ গুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
কর্ণঝোরা বিট কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এসব বৃক্ষ জব্দ করা হয়েছে। মালাকোচা বিট কর্মকর্তা রবিউল ইসলাম অফিসে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।