শেরপুরের শ্রীবরদীতে ঈদ পুণর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে মাধবপুর ঠিকানা সমাজসেবা সংস্থার আয়োজনে সংস্থার সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতিতে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদ পুণর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজ পুর্ববর্তী সময়ে মাধবপুর ঠিকানা সমাজসেবা সংস্থার নব নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান হিটলারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওই সংস্থার উপদেষ্টা সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুর ইসলাম।
সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুর রহিম, ফরিদুজ্জামান, সুলতান মাহমুদ, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মাহমুদুন নবী, সাবেক সাধারন সম্পাদক শাহীনুর রহমান প্রমূখ। আলোচনা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।