শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবা ও ৪৬হাজার টাকাসহ রাজীব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার সকালে মধ্য ছনকান্দা গ্রামে রাজীবের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দিদারুল ইসলামের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শ্রীবরদী থানা পুলিশ উপজেলার মধ্য ছনকান্দা গ্রামে যৌথ অভিযান চালায়। এসময় রাজীবের বাড়ী থেকে ২শ পিস ইয়াবা ও নগদ ৪৬ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।