শেরপুরের শ্রীবরদীতে ১শ ৫৮পিছ ইয়াবাসহ রমজান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার মাটিয়াকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রমজান মুন্সিপাড়া এলাকার বাবার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাটিয়াকুড়া এলাকায় অভিযান চালায়। এসময় রমজান আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১শ ৫৮পিছ ইয়াবা উদ্ধার করে। শেরপুরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।