শেরপুরের শ্রীবরদীতে ২০ পিস ইয়াবাসহ টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বেলায়েত হোসেন লাভলুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় রানীশিমুল মোল্লাপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ বেলায়েত হোসেন লাভলুকে আটক করে। সে মোল্লা পাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
এলাকাবাসি ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।