শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলেন- শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লার আব্দুর রহমানের ছেলে আশরাফুল হাসান শাকিল (২০) ও একই মহল্লার মৃত. আমির আলী গুদুর ছেলে খাইরুল ইসলাম ওরফে খোকন (১৭)। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম শাকিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও খাইরুল ইসলাম খোকনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ডিবির ওসি মো. মোখলেছুর রহমান বলেন, আটক দুই যুবক মাদকসেবী ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় মামলা হয়েছে।