শ্রীবরদীতে ১৫ রমজান শুক্রবার কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনের সৌজন্যে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পুর্ববর্তী সময়ে উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদের, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন প্রমূখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও সেঁজুতি ধর, ওসি রেজাউল হক ও এমপি পুত্র প্রকৌশলী সাঈদ। এসময় আ’লীগ, যুবলীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের চার সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।