সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের সম্মানে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শনিবার কর্ণঝোরা বাজারে ১৭ জুন শনিবার ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান মুক্তারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ইফতার পুর্ববর্তী সময়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান লিপন, সদস্য সচিব আব্দুর রহিম ইব্রাহীম, যুগ্ম-আহবায়ক শেখ ফরিদ, আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মুন্নাফ, আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম লালু, বাবু ও যুবলীগ নেতা দেলোয়ার প্রমূখ।