শ্রীবরদীর কাকিলাকুড়া আল আমিন এতিম খানার সৌজন্যে শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেমের সভাপতিত্বে কাকিলাকুড়া ফাযিল মাদরাসার মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন।
ইফতার পুর্ববর্তী সময়ে দোয়া পরিচালনা করেন কাকিলাকুড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও: আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খালেদা নাছরিন, ওসি এস আলম, শেরপুর জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদের, জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ,
জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহেল আল আমিন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, গোশাইপুর ইউপি চেয়ারম্যান এস এম যোবায়েল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন।
এসয়ম বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিসহ প্রায় তিন সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।