শেরপুরের শ্রীবরদীতে ইটভাটার পাহারাদার সোহেল মিয়া ওরফে বাবুকে পরিকল্পিত নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শ্রীবরদী-নিলাক্ষিয়া সড়কের কিয়ামতলী বাজারে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত বাবু’র মা খোদেজা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের ফাসির দাবী করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ইউপি সদস্য আইয়ুব আলী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজল হক সবুজ, যুবলীগ নেতা দেলোয়ার জাহান শরীফ, নিহতের স্ত্রী ইয়াসমিন, ভাই ছামিউল ইসলাম, আব্দুল হাকিম, ছোট বোন শাবানা প্রমুখ।
এসময় কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে। তারা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানান।
উল্লেখ্য, জেইউবি’র পাহারাদার সোহেল মিয়া ওরফে বাবু গত ২৪ নভেম্বর নিখেঁাজ হয়। পরে ২৮ নভেম্বর ওই ইটভাটার সন্নিকটে রাস্তার পাশের ধান ক্ষেতের ডোবায় তার লাশ উদ্ধার হয়। এঘটনায় নিহত বাবুর পিতা গোলাপ হোসেন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ অভিযান চালিয়ে এজহার নামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।