শেরপুরের শ্রীবরদী উপজেলার আসন্ন কাকিলাকুড়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজিবুদ্দৌলা আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকালে নজিবুদ্দৌলার নিজ বাড়ি কামারপাড়া গ্রাম থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ণ বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে নজিবুদ্দৌলার বাড়িতে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ চলাকালীণ কোম্পানী কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে ও নজিবুদ্দৌলার জামাতা সারোয়ার জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী সরকারি কলেজের অব: প্রদর্শক হাসনাতুল ইসলাম, মাওনানা আব্দুর রাজ্জাক প্রমূখ। এসময় নজিবুদ্দৌলা বলেন, আমি দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিবে এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এ নৌকা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।