শেরপুরোর শ্রীবরদীতে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃব্ন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।