শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদস নির্বাচনকে ঘিরে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মনোনিত প্রার্থী এমপি একেএম ফজলুল হক চান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব শাকিল,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাসানি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াছেক বিল্লাহ বিল্লাল, আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান লাবিনা আকতার লিমা, জেলা আওয়ামী লীগ সদস্য ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলামসহ সকল ইউনিয়ন ও মহল্লা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে নৌকা বিজয়ের কোনো বিকল্প নেই। এ জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে বর্ধিত সভায় নৌকার পক্ষে সকলকে কাজ করার উদাত্ত্ব আহবান জানান তিনি।