শ্রীবরদী উপজেলার ১ নাম্বার সিংগাবরুনা ইউনিয়ন শাখার ১ ও ২ নাম্বার ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়ইকুচি আলোকিত শিশু বিদ্যা নিকেতন মাঠ চত্বরে সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রুপজল মাস্টারের সভাপতিত্বে সম্মেলনের ১ম পর্ব উদ্বোধন করেন সাধারণ সম্পাদক খালেদ হাসান হিপুল।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা রহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা হায়দার আলী, আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তারা, জাসদ সভাপতি আজাদ হোসেন, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাসেন আলী।
সম্মেলনের ২য় পর্বে সভাপতি মুক্তিযোদ্ধা রহুল আমিনের সভাপতিত্বে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে ১ ও ২ নাম্বার ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় ১ নাম্বার ওয়ার্ডে সভাপতি পদে সুলতান আহমদ, সাধারণ সম্পাদক পদে তারা মিয়া এবং ২ নাম্বার ওয়ার্ডের সভাপতি পদে নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন নির্বাচিত হয়।