শ্রীবরদীতে পবিত্র মাহে রমজানের সম্মানে বেসরকারি উন্নয়ন সংস্থা আর.ডি. এস এর আয়োজনে বুধবার সংস্থার হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরডিএস শ্রীবরদী শাখা ব্যবস্থাপক (ক্র্যাডিট) আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খালেদা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) সানজিদা বেগম, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, আর.ডি.এস প্রশাসনিক কর্মকর্তা রতন কুমার শাহা, ঋণ সমন্বয়কারি শামিম আজাদ, সোলার কর্মসুচি ব্যস্থাপক আবুল হোসেন, স্থানীয় সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ্ব।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।