“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এই স্লোগানকে ধারন করে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে মুক্তিযুদ্ধ, মুজিব জন্মশতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম.সাংমা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।