শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করা হয়েছে। “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা মানবন্ধনের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী এপিপিআই এর সহকারি প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জুয়েল একাডেমিক স্কুলের পরিচালক এম এ ছাত্তার বাবু প্রমূখ।
মানববন্ধনে অংশ গ্রহণ করে পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারি বৃন্দ্ব।