শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
র্যালি ও মানবন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ্ব, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএনও খালেদা নাছরিন, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুল।