“আমিই পারি শিশুদের প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে আন্তঃস্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সোমবার সকালে পৌর শহরের ডা. ফাতেমা আশরাফি বিদ্যালয় মাঠ চত্বরে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন শ্রীবরদী এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
শ্রীবরদী এডিপি’র স্পন্সরশীপ প্রকল্পের টিম লিটার নয়ন প্রাঞ্জল চিসিম ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা লুসিয়া চিছামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও খালেদা নাছরিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসন, মোহনা টিভি’র প্রতিনিধি রেজাউল করিম, রানিশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক নাসরিন বেগম, নবজাগরন কেন্দ্রিয় শিশু ফোরামের সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমূখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়, ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ১টি শিশু ফোরামের শিশুরা অংশ গ্রহণ করে। এসময় বিচারকের ভুমিকা পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
শে.টা/ই.হা.রা