শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় কুড়িকাহনিয়া বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোতাহারুল ইসলাম লিটন।
কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দুর রহমান ছুডি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট নুরল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আইজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আ’লীগ নেতা আহসান হাবিব শাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, রানি শিমুল ইউনিয়ন আ’লীগ সভাপতি, সৈয়দ মেজবাহ উদ্দিন বখতিয়ার, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কেকের চর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এম.এ খালেক, সাধারন সম্পাদক দুলাল আল-জাহান প্রমূখ।
এসময় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।